পাতানো নির্বাচনের সুযোগ নেই, স্বচ্ছ ভোটের প্রতিশ্রুতি সিইসির

আগের মতো কোনো সাজানো বা পাতানো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ন্যায়বিচার ও স্বচ্ছতার নীতিতে বিশ্বাসী এবং কমিশনের কাছে এলে সবাই আইনের ভিত্তিতেই সুবিচার পাবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত আপিল আবেদনের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, যেসব প্রার্থী বা সংশ্লিষ্ট পক্ষ মনোনয়ন বাতিল কিংবা বৈধতা নিয়ে আপিল করেছেন, সেসব আবেদন সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। কোনো ধরনের পক্ষপাত বা বৈষম্যের সুযোগ নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে একটি সত্যিকারের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়।
বিজ্ঞাপন
সিইসি আরও বলেন, আপিল শুনানির প্রতিটি ধাপ হবে উন্মুক্ত ও স্বচ্ছ। প্রতিটি আবেদন গভীরভাবে যাচাই করে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এতে কারও প্রতি অবিচার হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আপিল আবেদন গ্রহণের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আসা সংক্ষুব্ধ প্রার্থীরা ইসি সচিবালয়ে ভিড় করছেন। কেউ নিজের মনোনয়ন ফিরে পাওয়ার আশায়, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে আপিল জমা দিচ্ছেন।
বিজ্ঞাপন
ইসি জানিয়েছে, আপিল আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী শুক্রবার (৯ জানুয়ারি)। এরপর ১০ জানুয়ারি (শনিবার) থেকে আনুষ্ঠানিকভাবে আপিল শুনানি শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। এ পর্যন্ত গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, স্বচ্ছ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব আপিল নিষ্পত্তির ফলে নির্বাচনী পরিবেশ আরও বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হবে।








