Logo

ঋণচক্রের ঝুঁকি কমাতে গবেষণায় নামছে এমআরএ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ২১:১৩
ঋণচক্রের ঝুঁকি কমাতে গবেষণায় নামছে এমআরএ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাতে ‘Debt Spiral’ বা ঋণ ফাঁদের প্রকৃতি, ব্যাপ্তি ও প্রভাব নিরূপণের লক্ষ্যে নতুন গবেষণা উদ্যোগ গ্রহণ করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। “Debt Spiral in Bangladesh’s Microfinance: An Assessment of its size and implication for indebted household and suggestions for remedial measures” শীর্ষক গবেষণা প্রস্তাবনা বিষয়ক ইনসেপশন সেমিনার বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এমআরএ-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

গবেষণা দলের প্রধান ও ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি)-এর নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহির মূল উপস্থাপনা দেন। এছাড়াও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলি এবং পিকেএসএফ-এর গভার্নিং বোর্ড সদস্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. লীলা রশিদ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি নাজমা মোবারেক বলেন, ক্ষুদ্রঋণ খাত দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ হলেও, অতিরিক্ত ঋণগ্রস্ততা এবং Debt Spiral এখন একটি নীতিগত উদ্বেগের বিষয়। এই গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যভিত্তিক সুপারিশ ক্ষুদ্রঋণ খাতকে আরও মানবিক ও টেকসই করতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, এমআরএ’র বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, সেক্টরের বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করছে কয়েকটি বড় প্রতিষ্ঠান, অথচ অধিকাংশ প্রতিষ্ঠান ছোট এবং আর্থিক দিক থেকে নাজুক। তাই এই গবেষণা ক্ষুদ্রঋণ খাতের টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ক্ষুদ্রঋণ খাতের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর জন্য এমআরএ MF-CIB বাস্তবায়ন এবং ন্যাশনাল ডাটাবেইজের মাধ্যমে তথ্য সংগ্রহ জোরদার করেছে। এই গবেষণা ক্ষুদ্রঋণ খাতের ঝুঁকি চিহ্নিত করে কার্যকর ও গ্রাহকবান্ধব নীতিমালা প্রণয়নে সহায়ক হবে।

বিজ্ঞাপন

গবেষণা প্রধান ড. সাজ্জাদ জহির বলেন, গবেষণার মূল লক্ষ্য হলো বাংলাদেশে ক্ষুদ্রঋণ খাতে Debt Spiral-এর প্রকৃত পরিসর নিরূপণ, এর চালক চিহ্নিত করা এবং সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা। আমরা পরিমাণগত ও গুণগত পদ্ধতির সমন্বয়ে ১৬টি জেলায় ৩২টি উপজেলায় মাঠপর্যায়ের গবেষণা পরিচালনা করবো, যাতে নীতিনির্ধারকদের জন্য বাস্তবভিত্তিক সুপারিশ তৈরি করা যায়।

ক্ষুদ্রঋণ খাত বিশেষজ্ঞ ড. লীলা রশিদ বলেন, ঋণের পথ সুগম করা আর ঋণের প্রলুব্ধকরণের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। ঋণের ওভারল্যাপিং এবং Debt Spiral-এর সম্পর্ক অব্যাহতভাবে বিশ্লেষণ করা হবে।

পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের বলেন, একটি ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণগ্রহীতারা অন্য প্রতিষ্ঠান থেকে ঋণ নেন, ফলে অতিরিক্ত ঋণগ্রস্ততা তৈরি হয়। তবে সব সময় মাল্টিপল ঋণ গ্রহণ নেতিবাচক নয়। গবেষণার মাধ্যমে সেক্টরের জন্য ইতিবাচক দিকও বের হবে।

বিজ্ঞাপন

ড. এম. এ. বাকী খলিলি বলেন, গবেষণায় ঋণের প্রকৃত অবস্থা দেখাতে ঋণগ্রহীতাদের দীর্ঘমেয়াদী তথ্য বিশ্লেষণ করতে হবে। এতে Supply side ও Demand side-এর প্রভাব চিহ্নিত করা সম্ভব হবে।

এমআরএ-এর নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব হোসেন উল্লেখ করেন, ক্ষুদ্রঋণ খাত দারিদ্র্য বিমোচন ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, অতিরিক্ত ঋণগ্রস্ততা ও একাধিক ঋণ গ্রহণের প্রবণতা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সঠিক সমাধানের জন্য তথ্যভিত্তিক গভীর গবেষণার বিকল্প নেই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD