বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া তার মনোনয়নপত্র তিনি নির্বাচন কমিশনে আপিল করে বৈধ ঘোষণা করিয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। শুনানিতে কমিশন তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে, ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়ন বাতিল করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি কমিশনে আপিল করেন। আজকের আপিল শুনানিতে কমিশনের রায়ের মাধ্যমে তার প্রার্থিতা পুনরায় স্বীকৃতি পেয়েছে।
বিজ্ঞাপন
এই সিদ্ধান্তের ফলে ঢাকা-৯ আসনে ভোটাররা স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে ভোট দিতে পারবেন এবং তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণে সম্পূর্ণ বৈধ হয়েছেন।








