Logo

বিদেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে অব্যাহতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ১৮:৫২
বিদেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইং-এ দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি দিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ মার্চ, বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনের প্রেস উইং-এর চার কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে ১৩ এপ্রিল জারি করা পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয় এবং ওই মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদেরকে সেখানে দায়িত্ব পালন করার অনুমতি দেওয়া হয়।

এবার নতুন কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হওয়ায় এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ জারি হওয়ার পর, চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে প্রত্যাবর্তন করার জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশে উল্লেখিত চার কর্মকর্তা হলেন— মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাই কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত কর্মস্থলে নতুন কর্মকর্তাদের আনুষ্ঠানিক নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রম সহজ করার জন্য নেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD