Logo

ইসিতে তৃতীয় দিনের আপিলে ৪০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ১৮:১১
ইসিতে তৃতীয় দিনের আপিলে ৪০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০টি আপিলের শুনানি করে, যার মধ্যে ৪০ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া আগের দিন রবিবারের (১১ জানুয়ারি) একটি আপিলও অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটোরিয়ামে এসব আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন কারণে ২৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে একজন শুনানিতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি চারজনের আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য মুলতবি রাখা হয়েছে এবং একজন প্রার্থীর আপিল শুনানি করা হয়নি।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা গেছে, রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) শুনানি হয় ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের। আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন।

বিজ্ঞাপন

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD