Logo

সকল স্কুল-কলেজে নির্বাচনী সভা ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ২২:১১
সকল স্কুল-কলেজে নির্বাচনী সভা ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) যেকোনো ধরনের নির্বাচনী সভা, সমাবেশ বা প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, হলরুম বা অন্যান্য ভেন্যু ভোট প্রার্থীদের জন্য ব্যবহার করা যাবে না।

বিজ্ঞাপন

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা মাউশির মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ও গণভোটের সময় কিছু প্রার্থী বা সমর্থক সেমিনার, সংবর্ধনা ও যুব সমাবেশের আড়ালে ভোটারদের জড়ো করে নির্বাচনী প্রচারণা চালানোর চেষ্টা করছেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া মাঠ বা হলরুম ব্যবহার অনুমোদন দিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

চিঠিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো ধরনের সভা বা প্রচারণা কার্যক্রমের ভেন্যু হিসেবে ব্যবহার না করার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, মাউশি থেকে খুব দ্রুত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাঠানো হবে। এতে প্রতিষ্ঠানগুলো নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মানবে এবং কোনো অনিয়ম এড়ানো সম্ভব হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD