Logo

দায়িত্ব ছাড়ার পর ৩ ক্ষেত্রে মনোনিবেশ করবেন প্রধান উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ২১:৩৬
দায়িত্ব ছাড়ার পর ৩ ক্ষেত্রে মনোনিবেশ করবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের পর ক্ষমতা বিজয়ী দলের হাতে হস্তান্তরের পরিকল্পনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব ছাড়ার পর তিনি কোন কোন ক্ষেত্রের ওপর গুরুত্ব দেবেন, তা নিয়ে জনমনে নানা কৌতূহল রয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিনী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে এই বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত বৈঠকে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের পর তার পরিকল্পনা জানতে চেয়েছিলেন। জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তিনি মূলত তিনটি বিষয়ে ফোকাস করবেন।

বিজ্ঞাপন

প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্টে মনোযোগ দেওয়া হবে। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ ও খোঁজখবর রাখতে পারবেন।

দ্বিতীয়ত, তিনি তরুণ উদ্যোক্তা তৈরির কাজ অব্যাহত রাখবেন, যা ইতিমধ্যেই তিনি শুরু করেছেন। এর মাধ্যমে নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরি এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা হবে।

তৃতীয়ত, তিনি ‘থ্রি জিরো’ (Three Zero) উদ্যোগকে অব্যাহত রাখবেন। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রগতিশীল সংস্কার আনা এবং মানুষ-centered উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা।

বিজ্ঞাপন

উপ-প্রেস সচিব জানান, বৈঠকের সময় প্রধান উপদেষ্টা জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তার সুসম্পর্কের স্মৃতিচারণ করেছেন।

এছাড়া তিনি জানিয়েছেন, নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে তিনি সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফর করবেন। সেখানকার কনফারেন্সে যোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে গবেষণা ও সহযোগিতা বাড়ানোর সুযোগ খুঁজবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD