রাতের ভোটের সংস্কৃতি বন্ধ করতে গণভোটের পথে হাঁটছি: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে রাষ্ট্র পরিচালনার সীমাবদ্ধতা বা রাজনৈতিক দরকষাকষির বাইরে জনগণের সরাসরি মতামতই চূড়ান্ত শক্তি হবে।
বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) বরিশাল বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
আলী রীয়াজ বলেন, দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি বন্ধ করতেই আমরা গণভোটের পথে হাঁটছি। দেশে কথায় কথায় সরকার বদলের যে পুরোনো ইতিহাস রয়েছে, তা থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো জনগণের সরাসরি রায়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সনদ প্রণয়ন করা হয়েছে। কয়েকটি দল এতে আরও দুটি প্রস্তাব অন্তর্ভুক্ত করতে চেয়েছে, যা সনদে রাখা হয়েছে। তবে চূড়ান্ত বৈধতা কেবল জনগণের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে নির্ধারিত হবে।
সংবিধান নিয়ে আলী রীয়াজ বলেন, বাংলাদেশের সংবিধান বহুবার রাজনৈতিক শক্তি প্রয়োগে পরিবর্তিত হয়েছে। ১৯৭৫ সালে মাত্র ১৭ মিনিটে সংবিধান সংশোধনের ইতিহাস রয়েছে। এক সময় জনগণের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলেও পরে তা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করা হয়।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল মোট ভোটের ৫০ শতাংশও অর্জন করতে পারেনি। তাই উচ্চকক্ষে প্রকৃত প্রতিনিধিত্ব ছাড়া সংবিধান সংশোধন গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক।
বিজ্ঞাপন
রাষ্ট্রক্ষমতার সীমা নিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় এবং নিপীড়নের ঝুঁকি বাড়ায়। এজন্য সব রাজনৈতিক দল একমত যে কোনো ব্যক্তি টানা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকবেন না।
রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শে ক্ষমা প্রদান করেন। বাস্তবে ক্ষমার সিদ্ধান্ত অন্য জায়গা থেকে আসে।
বিজ্ঞাপন
আলী রীয়াজ আরও বলেন, বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটার সকলেই রাজনৈতিক দলের কর্মী নন। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। তাদের মতামত শোনার সবচেয়ে কার্যকর ও গণতান্ত্রিক পদ্ধতি হলো গণভোট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) সিনিয়র সচিব পদমর্যাদার মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। সম্মেলনের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।








