Logo

দুই দিনে ১৪০টি আপিল শুনানি, মনোনয়ন ফিরে পেল ১০৯ প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১৯:১০
দুই দিনে ১৪০টি আপিল শুনানি, মনোনয়ন ফিরে পেল ১০৯ প্রার্থী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে অনুষ্ঠিত আপিল শুনানি দুই দিনে শেষ হয়েছে। মোট ১৪০টি আপিলের মধ্যে ১০৯টি বৈধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি ২২টি আপিল বাতিল করা হয়েছে এবং ৯টি আপিল স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এসব তথ্য।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। আজ তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর ওপর শুনানি সম্পন্ন হয়েছে। আজই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হয়। প্রথম দিনের শুনানিতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। এরপর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত, বিরতিহীনভাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD