আইপিএল ঘিরে বাংলাদেশ-ভারত বাণিজ্যে প্রভাব পড়বে না

আইপিএল সংক্রান্ত আলোচনার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে, এমন কোনও কিছু বর্তমানে দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
বিজ্ঞাপন
রবিবার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ উদার বাণিজ্যনীতিতে বিশ্বাসী এবং সব দেশের সঙ্গে মুক্ত ও ন্যায্য বাণিজ্য বজায় রাখতে চায়। অভ্যন্তরীণ বাণিজ্য কার্যক্রম বাধাগ্রস্ত না হলে দেশভিত্তিক কোনো দ্বিপাক্ষিক সীমাবদ্ধ সিদ্ধান্ত নেওয়া হয় না বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি জানান, ভারতের সঙ্গে বিদ্যমান ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। দুই দেশের মধ্যে গৃহীত বিভিন্ন বাণিজ্যিক ব্যবস্থার বাস্তব প্রভাব নিয়মিতভাবে পর্যালোচনা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য প্রভাব লক্ষ্য করা যায়নি।
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যালোচনার বিষয়ে শেখ বশিরউদ্দিন বলেন, এ লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি অংশীজনদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে শর্ত শিথিল করে আমদানি নীতি আদেশে সংশোধন আনা হচ্ছে। সংশোধিত খসড়া আমদানি নীতি দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে তিনি জানান।








