Logo

গত ৩ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক না আসার কারণ জানাল প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১৮:২২
গত ৩ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক না আসার কারণ জানাল প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত আগের তিনটি জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য বিবেচিত না হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সে সময় কোনো নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়নি।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

ওই বৈঠকে ইইউ পক্ষ জানিয়েছে, এবার বাংলাদেশের নির্বাচনে তারা একটি বড় পর্যবেক্ষক দল পাঠাতে আগ্রহী। এর আগে তারা পর্যবেক্ষক না পাঠানোর কারণ হিসেবে জানিয়েছিল—পূর্ববর্তী তিনটি নির্বাচন তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

শফিকুল আলমের মতে, বর্তমান নির্বাচনী পরিবেশে তুলনামূলকভাবে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম। পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে। তবে এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মূল্যায়ন অনুযায়ী নির্বাচনের আগে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও প্রতিটি ঘটনাই গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে গণভোটের বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে—এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে ব্রিফিংয়ে উপস্থিত সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, এটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হলেও ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে।

তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের ঘটনায় বিবৃতি দেওয়া বিভ্রান্তি বাড়াতে পারে। তাই দায়িত্বশীল অবস্থান থেকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD