Logo

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, নতুন নির্দেশিকা জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ১৯:১৮
১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, নতুন নির্দেশিকা জারি
ফাইল ছবি

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়, যাতে সকল হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্স সৌদি সরকারের নিয়মাবলী এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে মেনে চলেন।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) মন্ত্রণালয় হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের জন্য প্রি-হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে। একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠানো হবে।

বিজ্ঞাপন

‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’-এর আওতায় প্রত্যেক হজ এজেন্সি তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশকে সৌদি আরবে পাঠাবে। তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না।

ধর্ম মন্ত্রণালয় এ নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD