Logo

সাম্প্রদায়িক নয়, পারিবারিক বিরোধে খুন হন মনি চক্রবর্তী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৬, ২১:৫০
সাম্প্রদায়িক নয়, পারিবারিক বিরোধে খুন হন মনি চক্রবর্তী
ছবি: সংগৃহীত

নরসিংদীতে ব্যবসায়ী মনি চক্রবর্তীর হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক আক্রমণ হিসেবে প্রচার করা হলেও প্রাথমিক অনুসন্ধানে এটি পারিবারিক কলহ ও ব্যবসায়িক পূর্বশত্রুতির জেরেই ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

বিজ্ঞাপন

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে ফয়েজ আহম্মদ বলেন, পুলিশ এবং নিহতের পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী, হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সাম্প্রদায়িক যোগসূত্র পাওয়া যায়নি। ঘটনাস্থল ও প্রাথমিক অনুসন্ধানে এমন কোনো প্রমাণ নেই।

তিনি আরও উল্লেখ করেন, মনি চক্রবর্তীর ধর্মীয় পরিচয় সনাতন হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এই প্রচারণায় হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক আক্রমণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা প্রাথমিক অনুসন্ধানে সত্য নয়।

বিজ্ঞাপন

ফয়েজ আহম্মদ সতর্ক করেন, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

তিনি বলেন, বানোয়াট তথ্য ও বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সহাবস্থার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই সবাইকে দায়িত্বশীল এবং সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে কয়েকজন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। অতীতে তারা বিভিন্ন ঘটনায় নিরপেক্ষভাবে সরেজমিন তদন্ত করেছেন। বর্তমান পরিস্থিতিতেও, কোনো ধরনের উদ্বেগ তৈরি হলে তথ্য যাচাই-বাছাই এবং প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শনের আহ্বান জানিয়েছেন ফয়েজ আহম্মদ।

এই ঘটনায় প্রাথমিক তদন্ত অনুযায়ী দেখা যাচ্ছে, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহ এবং ব্যবসায়িক বিরোধ প্রধান প্রভাবশালী কারণ। ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার কারণে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD