Logo

বিতর্কিত ৩ সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন জমা দিল তদন্ত কমিশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি, ২০২৬, ১৯:৪২
বিতর্কিত ৩ সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন জমা দিল তদন্ত কমিশন
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) নিয়ে গঠিত তদন্ত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রতিবেদনটি হস্তান্তর করেন। পরে যমুনার বাইরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তদন্ত কমিশন চূড়ান্ত প্রতিবেদনের মূল বিষয়বস্তু সাংবাদিকদের সামনে উপস্থাপন করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের পর অনুষ্ঠিত এই তিন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির জন্য একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

কমিশন জানায়, ভোটগ্রহণ প্রক্রিয়া, প্রার্থিতা যাচাই এবং ভোটের ফলাফল প্রক্রিয়াকরণে বিভিন্ন ধরনের প্রভাব, ভোটব্যাংক রাজনীতি ও অর্থের অনিয়ম ছিল।

জানা যায়, তদন্ত কমিশনের চেয়ারম্যান, বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে কমিশন গঠন করা হয় গত বছরের ২৯ জুলাই। কমিশনের কাজের সময়কাল জুড়ে নির্বাচন সংক্রান্ত নথি, সাক্ষ্য, সরকারি প্রতিবেদনের পাশাপাশি ভোটকেন্দ্র ও উপজেলা পর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD