নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার লক্ষ্যে আপিল শুনানির চতুর্থ দিন আজ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় নির্বাচন কমিশনে এই দিনের শুনানি শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞাপন
আজকের শুনানিতে ২১১ থেকে ২৮০ নম্বর পর্যন্ত আপিলের নিষ্পত্তি হবে। দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য ও যুক্তি উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন।
এর আগে, আপিল শুনানির তৃতীয় দিনে মোট ৭১টি আবেদনের নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৪১ জন প্রার্থীর আপিল গ্রহণ করা হলেও ২৫টি আবেদন বাতিল হয়ে যায়। পাশাপাশি ৪টি আপিল আবেদন স্থগিত রাখা হয় এবং একজন প্রার্থী নিজ উদ্যোগে আপিল প্রত্যাহার করেন।
বিজ্ঞাপন
আগের দুই দিনের শুনানিতে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী স্বস্তি পেয়েছেন। শনিবার ৫১ জন এবং রোববার আরও ৫৭ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং সেদিনই প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বিজ্ঞাপন
এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।







