নারী দিবসে কেন বেগুনি রঙের পোশাক পরা হয়?
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জীবন
মানেই রঙের বৈচিত্র। তাইতো
উৎসবপ্রিয় বাঙালি রঙ নিয়ে খেলা
করে যে কোনো আনন্দের
দিনেই। দেখা যায় প্রায়
প্রতিটা উৎসবেই কোনো না কোনো
নির্দিষ্ট রঙকে প্রাধান্য দেয়া
হয়। ঠিক তেমনি নারী
দিবসেও বেগুনি রঙকে প্রাধান্য দেয়া
হয়েছে।
বলা
চলে, রঙ এক ধরণের
প্রতীকী হিসেবে থাকায়, সব উৎসবের আনন্দটা
দিগুণ হয়ে ওঠে। তেমনি
ভাবে আজ ৮ মার্চ
বিশ্ব নারী দিবসে সারা
বিশ্বের মত বাংলাদেশের নারীরাও
সেজেছে বেগুনি রঙে। তবে কেন
বেগুনি রঙ-ই হলো
নারীর প্রতীকী? এদিনটিতে কেনই বা বেগুনি
রঙের পোশাক পরেন নারীরা? নিশ্চয়
জানতে ইচ্ছে করছে? এর পেছনেও রয়েছে
এক ইতিহাস।
ডেইলি
বাংলাদেশের আজকের আয়োজনে আপনাদের জন্য রইলো সেই
অজানা ইতিহাস। দেরি না করে
চলুন তবে জেনে নেয়া
যাক চলুন সেই অজানা
ইতিহাসটি-
এর সূচনা হয় প্রায় প্রায় একশ বছর আগেই। নারীর ক্ষমতায়ন এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় কিছু সাহসী নারীর