Logo

ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই: র‍্যাব

profile picture
জনবাণী ডেস্ক
৮ এপ্রিল, ২০২৪, ২১:১৮
54Shares
ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই: র‍্যাব
ছবি: সংগৃহীত

ঈদে রাজধানীতে নাশকতার কোন হুমকি নেই, তারপরও যাত্রীদের নিরাপত্তায় র‍্যাব সব ধরনের প্রস্তুতি নিয়েছে

বিজ্ঞাপন

ঈদে রাজধানীতে নাশকতার কোন হুমকি নেই, তারপরও যাত্রীদের নিরাপত্তায় র‍্যাব সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন,  র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৮ এপ্রিল) সকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে মঈন জানান, ফাঁকা রাজধানী ঢাকায় যেসব এলাকায় বেশি চুরি ছিনতাই হয় সেসব এলাকা রেড জোন ঘোষণা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় র‍্যাব সর্বোচ্চ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন- যাত্রী নিরাপত্তায়, সাদা পোশাকের পাশাপাশি র‍্যাবের সাইবার টিম কাজ করছে। এছাড়াও গোয়েন্দা টিমের নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এসময় ঝুঁকি নিয়ে যাতায়াত না করার আহ্বানও জানান আল মঈন।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD