Logo

ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি যেদিন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ আগস্ট, ২০২৫, ২২:১৭
217Shares
ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি যেদিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে রোববার ১৪৪৭ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার (২৫ আগস্ট) সফর মাস ৩০ দিন পূর্ণ হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের আকাশে রোববার ১৪৪৭ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার (২৫ আগস্ট) সফর মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। এর ফলে আগামী ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ৬ সেপ্টেম্বর পালন করা হবে। দিনটি বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘ঈদে মিলাদুন্নবী’ অর্থ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনের আনন্দোৎসব। মুসলিম উম্মাহ ১২ রবিউল আউয়াল দিনটিকে বিশেষভাবে পালন করে, কেননা এ দিনেই তিনি জন্মগ্রহণ এবং ইন্তেকাল করেন।

ঐতিহাসিকভাবে জানা যায়, ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। এজন্য দিনটি মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে থাকে।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD