সব সমীকরণ পাল্টে দিয়ে নির্বাচিত হবে কাদের: নাহিদ ইসলাম


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৫৬ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


সব সমীকরণ পাল্টে দিয়ে নির্বাচিত হবে কাদের: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

আসন্ন ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদেরের পক্ষে ভোট চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কাদেরের প্রতি সমর্থন জানান।


আরও পড়ুন: প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই


নাহিদ ইসলাম লিখেছেন, “আব্দুল কাদের কখনো সমীকরণে থাকে না। গণঅভ্যুত্থানের দিনগুলোতে আমরা ভাবিনি, কাদের এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু সে নীরবে কাজ করে গেছে, জুলাইয়ের আগে ও পরে সমানভাবে সক্রিয় থেকেছে।”


তিনি আরও উল্লেখ করেন, “কাদেররা সামনে আসে তখনই, যখন জাতির প্রয়োজন পড়ে। গত এক বছরে অনেকে অনেক কিছু হয়েছে, অনেকে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। কিন্তু কাদের সবকিছুর বাইরে থেকেও দায়ভার কাঁধে নিয়েছে।”


আরও পড়ুন: এ দেশের পরিবর্তন আমাদেরকেই করতে হবে: মুফতি রেজাউল করীম


ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাদেরের জয় কামনা করে নাহিদ ইসলাম বলেন, “৯ তারিখ ডাকসু নির্বাচনে কাদের ভিপি পদে নির্বাচন করছে। সব সমীকরণ পাল্টে দিয়ে কাদের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে সেই প্রত্যাশা রাখি। মাটি থেকে উঠে আসা নেতা আব্দুল কাদের! সাহস ও দেশপ্রেমের প্রতীক আব্দুল কাদেরের জয় হোক!”


এএস