ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে এতে সিটি কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন
বিজ্ঞাপন
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে সিটি কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ধানমন্ডি থেকে আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। দুজনের মাথা ও একজনের মুখে আঘাতে চিহ্ন রয়েছে। বিষয়টি ধানমন্ডি থানাকে অবহিত করা হয়েছে।
জেবি/ আরএইচ/