Logo

বশেমুরবিপ্রবিতে পুসাগের আহ্বায়ক কমিটি গঠন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৩, ২৪:০৬
39Shares
বশেমুরবিপ্রবিতে পুসাগের আহ্বায়ক কমিটি গঠন
ছবি: সংগৃহীত

মূলত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে

বিজ্ঞাপন

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এর বিশ্ববিদ্যালয় ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল ও তরান্বিত করতে আগামী ১ বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোশারফ হোসেন লিমনকে আহবায়ক এবং পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের আবু কাওছার মাহমুদ সরকার কনককে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটিতে শিক্ষক উপদেষ্টা হিসেবে আছেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান এবং সিএসই বিভাগের লেকচারার মো. তৌফিকুল ইসলাম। ছাত্র উপদেষ্টা এস. এম. আসিফ সিদ্দিক (পদার্থ বিজ্ঞান), মো. ফয়সাল আহমেদ শান্ত (লোক প্রশাসন), মো. হাবিবুর রহমান হাবিব (কৃষি) এবং মো. রাশেদ আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান)।

বিজ্ঞাপন

কমিটির যুগ্ম আহবায়করা হলেন, রাকিবুজ্জামান সরকার বিক্ষোভ (ইতিহাস), আউয়াল প্রধান আবির(আইন), মো. রায়হানুল করিম রাফাত (ম্যনেজমেন্ট স্টাডিজ), সুমন মিয়া (রাষ্ট্রবিজ্ঞান), ইয়াসিন আরাফাত শেখ (ম্যানেজমেন্ট স্টাডিজ), রবিউল ইসলাম (ইংরেজি), নেহারিকা শারমিন বর্ষা (রাষ্ট্রবিজ্ঞান), আবুল কামাল আজাদ (বাংলা), তরিকুল ইসলাম রোমান (একাউন্টিং), মো. সাহাদত হোসাইন (পদার্থবিজ্ঞান), আবরীন জাহান বীপা (ম্যানেজমেন্ট), বাপ্পি ঘোষ (সমাজবিজ্ঞান), মো. মুবতাসিন ফুয়াদ (ফুড ইঞ্জিনিয়ারিং), সিনথিয়া সুমি (ইতিহাস), মো. আশিকুর রহমান (আইন), মো. মাহফুজুর রহমান (অর্থনীতি), মো. জলিলুর রহমান জুয়েল (একাউন্টিং), মো. ফয়সাল ইসলাম (আন্তর্জাতিক সম্পর্ক)।

বিজ্ঞাপন

এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন, মো. শরিফুল ইসলাম শরিফ (বাংলা), নাসির মোহাম্মদ জাবির (আইন), মো. স্বাধীন প্রধান (আন্তর্জাতিক সম্পর্ক), মো. আরিফ (এসিসিই), বিপব হাসডাক (ম্যানেজমেন্ট স্টাডিজ), মো. বুলবুল ইসলাম (পরিসংখ্যান), মো. শাফিক ইসলাম (কৃষি), মো. রামীম আহমেদ (ইংরেজি), মো. রিয়াদ প্রধান উৎসব (বাংলা), মো. পাপুল মিয়া (সিভিল ইঞ্জিনিয়ারিং), মো. নাঈম ইসলাম (অর্থনীতি), মোছা. সুমি আক্তার (বাংলা), মো. নাঈম ইসলাম (সিভিল ইঞ্জিনিয়ারিং), মো. মিশকাত (সিভিল ইঞ্জিনিয়ারিং)।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) মূলত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে।

জেবি/ আরৈএই্চ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD