Logo

রপ্তানিকারকদের সম্মাননা দিলো অগ্রণী ব্যাংক

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৩, ০২:১০
64Shares
রপ্তানিকারকদের সম্মাননা দিলো অগ্রণী ব্যাংক
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক উন্নয়নের অপর নাম হচ্ছে শিল্পায়ন এবং সেই শিল্পায়নের স্বার্থে অগ্রণী ব্যাংক শিল্পখাতে বিভিন্ন প্রকল্পে প্রকল্প অর্থায়ন করে এই ক্ষেত্রে বড় অবদান রেখে চলেছে

বিজ্ঞাপন

দেশের জন্য বৈদেশিক মুদ্রা আহরণ ও রপ্তানি খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্বনামধন্য রপ্তানিকারকদের সম্মাননা দিয়েছে অগ্রণী ব্যাংক। 

সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অগ্রণী ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে রপ্তানিকারকদের সম্মাননা-২০২২ প্রদান করা হয়। 

বিজ্ঞাপন

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ২০২২ সালে এ ব্যাংকের শীর্ষ ৬৪ জন রপ্তানিকারককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। 

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত বলেন, অর্থনৈতিক উন্নয়নের অপর নাম হচ্ছে শিল্পায়ন এবং সেই শিল্পায়নের স্বার্থে অগ্রণী ব্যাংক শিল্পখাতে বিভিন্ন প্রকল্পে প্রকল্প অর্থায়ন করে এই ক্ষেত্রে বড় অবদান রেখে চলেছে।

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর বলেন, রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোসহ দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও অর্থনীতির প্রবৃদ্ধিকে আরো গতিশীল করার লক্ষ্যে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি,  মফিজ উদ্দীন আহমেদ, কাশেম হুমায়ূন, তানজিনা ইসমাইল, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম, শ্যামল কৃষ্ণ সাহা ও রেজিনা পারভীনসহ, রপ্তানিকারকগণ, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে ব্যাংকের কর্মকতাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD