এবার আসছে চ্যাটজিপিটির অ্যানড্রয়েড ভার্সন

আগামী সপ্তাহে চ্যাটজিপিটি অ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সনে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
বিজ্ঞাপন
এবার অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটি। সম্প্রতি এই অ্যাপ আসছে বলেই ঘোষণা করেছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।
ক্ষুদ্র ব্লগ সাইট টুইটারে জানানো হয়, আগামী সপ্তাহে চ্যাটজিপিটি অ্যাপ অ্যান্ড্রয়েড ভার্সনে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এরইমধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপটির প্রি-অর্ডার নেওয়ার কাজ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও জানানো হয়, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের মতো অ্যান্ড্রয়েড সংস্করণেও বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে। বর্তমানে গুগল প্লে স্টোরে এখন চ্যাটজিপিটি অ্যাপ ইনস্টল বাটনে প্রেস করলে নিবন্ধন হয়ে যাবে। এক পপআপ বার্তায় বলা হয়, চ্যাটজিপিটি অ্যাপ উন্মুক্ত হলে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ফেসবুক ভিডিওতে আনছে দারুণ কিছু সুবিধা
বিজ্ঞাপন
এ ছাড়া প্রাক-নিবন্ধন করা হলে ‘অটোমেটিক ইনস্টল’ চালু হয়ে যাবে। অর্থাৎ গুগল প্লে স্টোরে চ্যাটজিপিটি অ্যাপ উন্মুক্ত হলে তা স্বয়ংক্রিয়ভাবেই ইনস্টল হয়ে যাবে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








