Logo

মাঘের শীতে কাঁপছে দেশ, সর্বনিম্ন চুয়াডাঙ্গায় ৬.৬ ডিগ্রি

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারী, ২০২৪, ২০:৫৬
418Shares
মাঘের শীতে কাঁপছে দেশ, সর্বনিম্ন চুয়াডাঙ্গায় ৬.৬ ডিগ্রি
ছবি: সংগৃহীত

‍‌‌‌‌"মাঘের শীত বাঘের গায়ে" এ শীত জেঁকে বসেছে দেশজুড়ে

বিজ্ঞাপন

‍‌‌‌‌"মাঘের শীত বাঘের গায়ে" এ শীত জেঁকে বসেছে দেশজুড়ে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। কমেছে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রাও।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে।

ঢাকার এ তাপমাত্রাও চলতি বছরের সর্বনিম্ন। সোমবার (২২ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

বৃষ্টিপাতের বিষয়ে তিনি জানান, বুধবার (২৪ জানুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। 

বিজ্ঞাপন

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD