বিশ্বজিৎ-রাব্বির নেতৃত্বে কুবির কমিউনিকেশন ক্লাব

বিশ্বজিৎ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৩তম ব্যাচের আবদুল্লাহ আল-মাসুদ রাব্বি।
বিজ্ঞাপন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন কমিউনিকেশন ক্লাব নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ১২তম ব্যাচের বিশ্বজিৎ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৩তম ব্যাচের আবদুল্লাহ আল-মাসুদ রাব্বি।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জানুয়ারি) সংশ্লিষ্ট বিভাগে সকাল ১০ টা থেকে ৩ টা অব্দি নির্বাচন কার্যক্রম চলে। পরবর্তীতে ভোট গণনা শেষে বিকাল ৪ টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মাহমুদুৱ হাসান রাহাত ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নির্বাচিত নতুন কমিটিতে ১৪তম ব্যাচ থেকে কোষাধ্যক্ষ হিসেবে মঞ্জুরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে এমরান হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদকে তামিম মিয়া এবং ১৫তম ব্যাচ থেকে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে তারিন সুমাইয়া। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ১৪তম ব্যাচ থেকে মারজিয়া আহমেদ রিয়া, ১৫তম ব্যাচ থেকে আতিকুর রহমান রিয়াদ, ১৬তম ব্যাচ থেকে সাজিদুর রহমান, ১৭তম ব্যাচ থেকে তাসনিম ফেরদাউস রিফাত।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নির্বাচিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
আরএক্স/








