Logo

ঈদের ছুটির আগে ব্যাংক পাড়ায় টাকা তোলার হিড়িক

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৪, ০১:২২
102Shares
ঈদের ছুটির আগে ব্যাংক পাড়ায় টাকা তোলার হিড়িক
ছবি: সংগৃহীত

পরিবারের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদুল ফিতরের আগে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ও টাকা তোলার হিড়িক পড়েছে

বিজ্ঞাপন

পরিবারের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদুল ফিতরের আগে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ও টাকা তোলার হিড়িক পড়েছে। প্রায় প্রতিটি শাখায় দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। নগদ টাকা উত্তোলনের চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। ভিড় দেখা গেছে এটিএম বুথগুলোতেও। যদিও আগামীকাল মঙ্গলবার ব্যাংকের শেষ কার্য দিবস।

সোমবার (৮ এপ্রিল) রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল ও দিলকুশা, দৈনিক বাংলা, পল্টনসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখায় সকাল থেকেই ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন দেখা গেছে। নতুন নোট বিনিময়ের পাশাপাশি চালানপত্র, ডিপোজিটসহ বিভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইন রয়েছে। অতিরিক্ত গ্রাহকের চাপে ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ হিমশিম খেতে হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন টাকা জমার চেয়ে উত্তোলন বেশি ছিল। জমাও ছিল তবে তাদের সংখ্যা হাতে গোনা। এসময় কথা হয় সোনালী ব্যাংকের গ্রাহক মেহেদির সঙ্গে। তিনি জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৩০জন কর্মরত আছেন। তাদের আজ বেতন-বোনাস দিতে হবে। এজন্য টাকা উত্তোলনের জন্য এসেছেন।

জয়নাল আবেদিন নামে আরেক গ্রাহক জানান, তিনি ঢাকার স্থানীয়। এখনও ঈদের কেনাকাটা হয়নি। মার্কেটগুলোয় ভিড় থাকায় মার্কেটমুখি হয়নি। আজ রাতে কেনাকাটার ইচ্ছে আছে এজন্য টাকা তুলতে এসেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কথা হয় ব্যাংক কর্মকর্তা মাহবুবুল এর সঙ্গে। তিনি জানান ঈদের শেষ মুহুর্ত হওয়ায় গ্রাহকের উপস্থিতি বেশি রয়েছে। আগামীকালও ভিড় বেশি হবে। তবে শেষ দিকে টাকা জমার চেয়ে উত্তোলনের পরিমাণ বেশি হয়।

মঙ্গলবার দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD