কোটা আন্দোলনে রেসিডেনসিয়াল মডেল কলেজ ছাত্র ফারহান নিহত

বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে ধানমন্ডির রাপা প্লাজার পাশের মোড় থেকে
বিজ্ঞাপন
রাজধানীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সরকার সমর্থক ও পুলিশের সংঘর্ষে এক ছাত্র মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ধানমন্ডির পুরানো ২৭ নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই ছাত্রের নাম মো. ফারহানুল ইসলাম ইসলাম ভূঁইয়া (ফারহান ফায়াজ)। সে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিন বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর এলাকার সিটি হাসপাতালে ফারহানের মৃত্যু হয়। ওই হাসপাতালে আহত আরও কয়েকজন আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: উত্তরা পূর্ব থানায় আগুন
বিজ্ঞাপন
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে ধানমন্ডির রাপা প্লাজার পাশের মোড় থেকে শুরু হয় সংঘর্ষ, পড়ে তা ছড়িয়ে পড়ে আরও বিস্তৃত এলাকায়। এতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থক ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে যুদ্ধাবস্থার রূপ নেয় ধানমন্ডির পুরনো ২৭ নম্বর সড়ক এলাকা।
বিজ্ঞাপন
জেবি/এসবি








