Logo

ষড়যন্ত্র ছিন্ন করে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে: তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩০ জুন, ২০২৩, ০৩:৪৫
34Shares
ষড়যন্ত্র ছিন্ন করে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের দিনে প্রত্যাশা

বিজ্ঞাপন

দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সুখবিলাস নিজগ্রাম পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এসব একথা বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের দিনে প্রত্যাশা।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজকের এইদিনে আমাদের কামনা হচ্ছে আমাদের দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায়। একই সাথে আজকের দিনে প্রত্যাশা হচ্ছে আমাদের দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেই।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় পবিত্র ঈদুল আজহার দিনে সেটিই প্রত্যাশা এবং কামনা করেন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD