Logo

বিএনপির শামা ওবায়েদ ও বাবুলের পদ স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৪, ০৬:৩৪
697Shares
বিএনপির শামা ওবায়েদ ও বাবুলের পদ স্থগিত
ছবি: সংগৃহীত

ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও  জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে। 

বুধবার (২১ আগস্ট)  দলটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে এদিন সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কবির ভূঁইয়া নামের এক ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুল জানান , “আমি নগরকান্দায় আমার বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু তারা আমাকে বাড়িতে যেতে দেবে না। আমার পথে বাঁধা দেয়। দেশীয় অস্ত্র নিয়ে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমার নেতাকর্মীদের ওপর গুলি ছুঁড়ে। আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”

ফরিদপুর নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD