জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, "জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর।"
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে এ মন্তব্য করেন তিনি।
ভিডিওটির সাথে নুর লিখেন, যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, স্বাধীন হই, সেই মানুষগুলোকেও আমরা খুব দ্রুত ভুলে যাই।
ভিডিওতে হাবিবুর রহমান হাবিবকে ডাকসু নির্বাচনের প্রসঙ্গ তুলে বলতে শোনা যায়, "যে ছেলে ডাকসু নির্বাচনের জন্য আমরণ অনশন করেছিল, তার কারণে আপনারা ভোট দিতে পেরেছেন। অথচ সেই ছেলেকে আপনারা মূল্যায়ন করেননি। ছাত্রদলের ভেতরে যতো দোষই থাকুক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যিনি আন্দোলন করেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে জীবন বাজি রেখেছেন, তাকে কেন অবহেলা করা হলো?"
নুরের শেয়ার করা পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, বিন ইয়ামিন মোল্লার জন্য কষ্ট লেগেছে, আরও বেশি ভোট পাওয়ার মতো তার যোগ্যতা ছিল। আবার কেউ কেউ মনে করেন, তার ত্যাগ-তিতিক্ষা অনুযায়ী তিনি ডাকসু নির্বাচনে যথাযথ মূল্যায়ন পাননি।
এই আলোচনায় অনেকেই জাতির রাজনৈতিক সংস্কৃতিতে কৃতজ্ঞতা ও মূল্যায়নের অভাবকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
