Logo

শিক্ষকদের দাবিতে বিএনপির নীতিগত সমর্থন: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, ১২:২৩
19Shares
শিক্ষকদের দাবিতে বিএনপির নীতিগত সমর্থন: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, “শিক্ষকদের জন্য যুক্তিসংগত আর্থিক সুবিধা, চাকরির নিরাপত্তা ও সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। তাদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া উচিত।”

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, “রাষ্ট্র ও রাজনীতির যেকোনো সংস্কার কিংবা নাগরিক উন্নয়নের উদ্যোগ সফল হতে হলে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক সুরক্ষা অপরিহার্য।”

বিএনপি মহাসচিব জানান, জনগণের ভোটে দলটি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা জোরদার, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে।

একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “শিক্ষকদের ন্যায্য আন্দোলনকে ঘিরে যদি কেউ অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বা আসন্ন নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে বিএনপি কঠোর অবস্থান নেবে।”

বিজ্ঞাপন

এরই মধ্যে শহীদ মিনারে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শনিবার তারা কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করছেন এবং শ্রেণিকক্ষে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD