Logo

"জুলাই সনদ" বাংলাদেশের গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায়: জয়নুল আবদিন ফারুক

profile picture
বিশেষ প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৫, ১২:৩৮
4Shares
"জুলাই সনদ" বাংলাদেশের গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায়: জয়নুল আবদিন ফারুক
ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের এক নতুন অধ্যায়, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এক ঐতিহাসিক দলিল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় “পি আর” নামের একটি “জনবিচ্ছিন্ন দাবি”, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে।

ফারুক বলেন, “বৃষ্টি ভেজা আবহাওয়া উপেক্ষা করে প্রায় ছয় মাসের পরিশ্রমের ফল হিসেবে যে ‘ঐক্যমত কমিশনের দলিল’ বা ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে, সেটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতসহ ৩৬টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছে— যা প্রমাণ করে, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে দেশের রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ।”

বিজ্ঞাপন

৫৫ বছর আগের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে ফারুক বলেন, “আমি অস্ত্র হাতে যুদ্ধ করেছি এই দেশ স্বাধীন করার জন্য। আজও সেই একই স্পৃহা নিয়ে বলছি— আমরা যারা জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের দূরদর্শিতায় বিশ্বাস করি, তারা গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছি। ইলিয়াস আলী, আলম, হারুনসহ অসংখ্য সহযোদ্ধার ত্যাগ আমরা কখনো ভুলিনি। যারা গতকাল বৃষ্টিতে ভিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা আমাদের জাতির গর্ব।”

তিনি বলেন, “যদিও কিছু বিশৃঙ্খলা ঘটেছিল, সেটি দুঃখজনক। আল্লাহ ছাড়া কোনো শক্তি আমাদের ঐক্য ভাঙতে পারবে না। যাদের দাবি ছিল, তারা ইউনুস সাহেবের বাসভবনে আলোচনা করতে পারতেন। আমি বিশ্বাস করি, এই ঐক্য বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে নতুন পথে নিয়ে যাবে।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফারুক বলেন, “আমরা জানি, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে— যেন আবার কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত না হতে পারে। গত ১৬ বছর ধরে হাসিনা সরকার গণতন্ত্রকে দমন করেছে; আমাদের নেতাকর্মীরা নির্যাতিত, কারাবন্দি, এমনকি নিখোঁজ হয়েছেন। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে।”

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা আরও বলেন, “‘জুলাই সনদ’-এর মূল লক্ষ্য একটাই— বাংলাদেশে যেন আর কোনো অনির্বাচিত সরকার গঠিত না হয় এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যাখ্যা করে কেউ যেন ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। ঐক্যমত কমিশনের সব দাবি আমরা সমর্থন করছি। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের জনগণই বিজয়ী হবে।”

দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা ভাই ভাই হয়ে প্রতিজ্ঞা করি— জুলাই সনদে যা লেখা আছে, ইনশাআল্লাহ, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা তা বাস্তবায়ন করব। গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।”

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনজুর রহমান ভূইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম। এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, ফরিদা ইয়াসমিন, তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD