চুয়াডাঙ্গা ১ ও ২ আসনে বিএনপি’র প্রার্থী শরীফুজ্জামান-বাবু খান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি’র পক্ষ থেকে প্রার্থী হিসেবে শরীফুজ্জামান ও বাবু খানকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, স্থানীয় নেতাকর্মীদের মতামত ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলায় সংগঠনকে সক্রিয় রাখতে ভূমিকা রেখেছেন শরীফুজ্জামান ও বাবু খান।
বিজ্ঞাপন








