Logo

ঢাকাস্থ ঠাকুরগাঁও পেশাজীবী সমাবেশে প্রধান অতিথি মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ২১:৪৫
6Shares
ঢাকাস্থ ঠাকুরগাঁও পেশাজীবী সমাবেশে প্রধান অতিথি মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

রাজধানীতে বসবাসরত ঠাকুরগাঁও জেলার পেশাজীবীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকাস্থ ঠাকুরগাঁও সম্মিলিত পেশাজীবী সমাবেশ’। আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টায় সংসদ ভবন সংলগ্ন সেচ ভবন মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় কর্মরত ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্তরের প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, শিক্ষক, আইনজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের মেলবন্ধন তৈরি এবং জেলার উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ঢাকার কর্মব্যস্ত জীবনে নিজ জেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং জেলার আর্থ-সামাজিক উন্নয়নে পেশাজীবীদের ভূমিকা নিয়ে সমাবেশে বিস্তারিত আলোচনা করা হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও পেশাজীবীদের দায়িত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে অংশগ্রহণ করতে ইতোমধ্যে বিপুল সংখ্যক পেশাজীবী নিবন্ধন করেছেন। সেচ ভবন এলাকায় এই সমাবেশকে ঘিরে পেশাজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানটি সফল করতে ঠাকুরগাঁও জেলার সংশ্লিষ্ট সকল পেশাজীবীকে সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে জেলার কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে এবং পারস্পরিক পরিচিতি পর্বের বিশেষ অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD