এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঢাকা-৮ আসনে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আসনে এমন নেতা রয়েছেন, যিনি সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন এবং রাতে পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। এমন চাঁদাবাজদের বিরুদ্ধেই আমাকে লড়াই করতে হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, একটি দলের নেতাদের কথা ও কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। তবে কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সেদিন বাড়ি ফিরতে পারবেন না। চাঁদাবাজ, মাদককারবারি ও সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেওয়া হবে।
বিজ্ঞাপন
এ সময় তিনি দাবি করেন, গুলিস্তানে ইতোমধ্যে সব হকিস্টিক ও স্ট্যাম্প বিক্রি হয়ে গেছে, যা থেকে সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেন, “তারা যে পথেই আসুক, তাদের মোকাবিলায় আমরাও প্রস্তুত আছি।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাধারণ মানুষ আর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চান না। তারা পরিবর্তন চান। আর সেই পরিবর্তনের প্রতিফলন আসন্ন নির্বাচনে দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তার দাবি, এবারের নির্বাচনে ঢাকা-৮ আসনে ১১-দলীয় জোটেরই বিজয় হবে।








