সারা দেশের মানুষ জানে, বগুড়া বিএনপির ঘাঁটি: তারেক রহমান

উত্তরবঙ্গ সফরের ধারাবাহিকতায় বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বগুড়ার শেরপুরে এক নির্বাচনি পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়ায় এসে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
বক্তব্যে তিনি বলেন, অতীতের সংসদ নির্বাচনে বগুড়ার মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি আবারও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি শেরপুরবাসীর প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
তারেক রহমান বলেন, সারা দেশের মানুষ জানে—বগুড়া বিএনপির ঘাঁটি। আপনারা ভোটের মাধ্যমে প্রমাণ করবেন, বগুড়া শুধু ঘাঁটি নয়, এটি বিএনপির একটি শক্ত ও অটুট ঘাঁটি।
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই দেশ ও স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কাজ হয়েছে। শেরপুর-ধুনট এলাকার উন্নয়ন এগিয়ে নিতে বিএনপি আবারও মানুষের আস্থা ও সমর্থন চায়।
তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই ধুনটমোড় ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মহাসড়কের দুই পাশে নারী-পুরুষ নির্বিশেষে হাজারো মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করেন তাকে এক নজর দেখার জন্য। গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান।
বিজ্ঞাপন
এই পথসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।
উল্লেখ্য, কলেজরোড থেকে শেরুয়াবটতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশে দাঁড়িয়ে টানা রোদের মধ্যেও কয়েক ঘণ্টা ধরে তারেক রহমানকে এক নজর দেখার অপেক্ষায় ছিলেন ধানের শীষের সমর্থক ও সাধারণ মানুষ।








