পাকিস্তান-ভারত এবার হাত মেলাবে?

এশিয়া কাপের সুপার ফোরে আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে মাঠের লড়াইয়ের আগে আলোচনায় বেশি জায়গা করে নিয়েছে করমর্দন বিতর্ক।
বিজ্ঞাপন
আগের ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায় ভারতের ক্রিকেটাররা। টসের সময়ও দুই অধিনায়কের মধ্যে সেই প্রথাগত করমর্দন হয়নি। ফলে এবার প্রশ্ন উঠছে—ক্রিকেটীয় সৌজন্য বজায় থাকবে তো?
এর মধ্যেই আইসিসির সিদ্ধান্তকে ঘিরে নতুন নাটক। পাকিস্তান ক্রিকেট বোর্ড যাঁর দায়িত্বে আপত্তি তুলেছিল, সেই অ্যান্ডি পাইক্রফটকেই ভারত-পাকিস্তান ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব দিয়েছে সংস্থাটি। এতে দুই দেশের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
রাজনৈতিক অঙ্গনও সমানভাবে উত্তপ্ত। জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্ক একেবারেই খারাপ অবস্থায় পৌঁছেছে। এমন প্রেক্ষাপটে আজকের ক্রিকেট লড়াই যেন আরও সংবেদনশীল হয়ে উঠেছে।
অন্যদিকে পাকিস্তান দল আবারও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অংশ নেয়নি। আর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব প্রশ্ন এড়িয়ে সংক্ষেপে বলেছেন, “মাঠে ব্যাট-বলে লড়াইটাই আসল। সতীর্থদের বলেছি, রুমের দরজা বন্ধ করো, ফোন বন্ধ করো আর ঘুমাও—এটাই সেরা সমাধান।”
বিজ্ঞাপন
সব চোখ তাই আজকের মহারণে—শুধু ক্রিকেটে নয়, খেলোয়াড়রা কি মাঠে সৌজন্যের হাত বাড়িয়ে দেবেন, সেটাও এখন বড় প্রশ্ন।