Logo

বাংলাদেশ ম্যাাচ নিয়ে রশিদ খানের কণ্ঠে আক্ষেপ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:১৩
13Shares
বাংলাদেশ ম্যাাচ নিয়ে রশিদ খানের কণ্ঠে আক্ষেপ
ছবি: সংগৃহীত

মহাদেশীয় কিংবা আইসিসির মেগা ইভেন্ট, বর্তমানে কোথাও–ই আফগানিস্তানকে ছোট করে দেখার সুযোগ নেই। রশিদ-নাবীরা মাঠের খেলায় সেই অবস্থানটা তৈরি করে নিয়েছে। তবে এবারের এশিয়া কাপে গ্রুপপর্ব থেকেই হতাশার বিদায় হয়েছে তাদের। এরপর শ্রীলঙ্কার কাছে হারের নেপথ্যের ভুল-ত্রুটি তো স্বীকার করেছেন–ই, বাংলাদেশ ম্যাচ নিয়েও বেশ আক্ষেপ ঝরেছে রশিদ খানের কণ্ঠে।

বিজ্ঞাপন

আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় আফগানিস্তান। মাত্র ২২ বলে দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মোহাম্মদ নবি। জবাবে ঝড় তোলেন কুশল মেন্ডিস। ৫২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে তিনি যেন সব আলো কেড়ে নিলেন। সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করলেন। ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। এ নিয়ে গ্রুপপর্বে অপরাজিত থাকল দলটি।

ব্যাটিংয়ের শেষটা কাঙ্ক্ষিত হলেও, নিজেদের বোলিং আশানুরূপ হয়নি বলে মনে করেন আফগান অধিনায়ক রশিদ, ‘আমরা যেভাবে ইনিংস শেষ করেছি তা খুবই বিশেষ। আমরা জানতাম স্পিনারদের এক ওভার বাকি, ওই সময়ে একজন ভালো ব্যাটার থাকলে বড় কিছু করার সুযোগ আছে। তবে আমরা ভালো বোলিং করিনি, যার জন্য জিততেও পারিনি ম্যাচে। এটি স্পিনিং উইকেট নয়, দুবাইয়ের চেয়ে ভিন্ন। ভালো ক্রিকেটিং শট খেলতে পারলে ১৭০-১৮০ রান তাড়া করা সম্ভব।’

বিজ্ঞাপন

এর আগের ম্যাচে বাংলাদেশের কাছে হারায় সুপার ফোরে ওঠার পথটা কঠিন হয়ে যায় আফগানিস্তানের। তবে তারা সেদিন ১৫৫ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিতের পর সেই ম্যাচ নিয়ে আক্ষেপ করলেন রশিদ, ‘শেষ ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) আমাদের অনেক বড় সুযোগ ছিল, কিন্তু আমরা ১৫০ (মূলত ১৫৫) রান চেজ করতে পারিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা ঘটে। তবে আমাদের সামনে এগোতে হবে, যাতে একই ভুলের আর পুনরাবৃত্তি না হয়।’

সাম্প্রতিক বছরগুলোয় আফগানিস্তান ক্রিকেট দলের উত্থানটা নজরকাড়া। এবারও পুরো প্রস্তুতি নিয়েই নেমেছিল দলটি। তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ রশিদ খান, ‘গত তিন বছরে আমরা অনেক আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ খেলেছি। প্রতিটি টুর্নামেন্টেই ভালো প্রস্তুতি ছিল, তবে আমার সতীর্থদের কাছে প্রত্যাশা ছিল আরও বড়। এই অবস্থানে থেকে বিদায় নেওয়াটা অপ্রত্যাশিত।’

বিজ্ঞাপন

‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছি, এখানেও (এশিয়া কাপে) অন্তত পরের পর্বে যাওয়ার আশা ছিল। আমরা আমাদের ভুল-ত্রুটি নিয়ে ভাবব, বিশ্লেষণ করব এবং আরও শক্তিশালী হয়ে ফিরব’, আরও যোগ করেন এই তারকা অলরাউন্ডার।

আফগানরা এবারের এশিয়া কাপ শুরু করেছিল হংকংয়ের বিপক্ষে বড় জয় দিয়ে। যা তাদের নেট রানরেটেও অনেক এগিয়ে রেখে। ফলে বাংলাদেশের সমান ৪ পয়েন্ট পেলেও সুপার ফোর নিশ্চিত হয়ে যেত রশিদের দলের। কিন্তু পরপর দুই ম্যাচেই হেরে আফগানিস্তানের এশিয়া কাপের যাত্রা এখানেই থেমে গেল।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বাংলাদেশ ম্যাাচ নিয়ে রশিদ খানের কণ্ঠে আক্ষেপ