পেসার এবাদত হোসেনের বাবা না ফেরার দেশে

বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এদিন তিনি অসুস্থ বোধ করলে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এবাদতের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। তার বাবা ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি দীর্ঘ দিন ধরে মারণ রোগ ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন।