Logo

এশিয়া কাপ থেকে বিদায়ের পর বাংলাদেশ নিয়ে যে বার্তা আফগান কোচের

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪
60Shares
এশিয়া কাপ থেকে বিদায়ের পর বাংলাদেশ নিয়ে যে বার্তা আফগান কোচের
ছবি: সংগৃহীত

এক ম্যাচকে কেন্দ্র করেই ঝুলেছিল তিন দলের এশিয়া কাপের চলতি আসরের সুপার ফোরের টিকিট। রোমাঞ্চকর লড়াইয়ে শেষমেশ আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিৎ করে শ্রীলঙ্কা। লঙ্কানদের জয়ের সুবাদে সুপার ফোরের টিকিট নিশ্চিত হয়েছে টাইগারদেরও। অন্যদিকে, পরাজয়ের কারণে ছিটকে গেছে রশিদ খানের আফগানিস্তান।

বিজ্ঞাপন

ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে নিজের হতাশা প্রকাশ করেন আফগান কোচ জনাথন ট্রট। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনেক হতাশাজনক। এটা হজম করা খুব কঠিন। ১৭০ এর মত রান করে ভালো জায়গায় ছিলাম আমরা। নবি আমাদের সেখানে নিয়ে গেল। তবে শ্রীলঙ্কার ব্যাটাররা অনেক ভালো খেলেছে, আমাদের বোলিং-ফিল্ডিংও ভালো হয়নি। অনেক হতাশ। অনেক। অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম। ভালোভাবে কাজ করতে হবে আমাদের সামনের দিনে।’

আরও পড়ুন: মাঠে খেলা চলাকালে বাবার মৃত্যুর খবর পেলেন ভেল্লালাগে

কৃতিত্ব দিলেন বাংলাদেশকেও। ট্রট বলেন, ‘পাওয়ারপ্লেতে বোলিংটা ভালো হয়নি আমাদের। অনেক বেশি বেসিকে ভুল করেছি আমরা। এমন জায়গায় ক্রিকেট ম্যাচ জিততে গেলে এরকমটা করা যাবে না। পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাকেও। সামনে অনেক টি-টোয়েন্টি ম্যাচ আছে। ফেব্রুয়ারিতে বিশ্বকাপও আছে। কোচরা, প্লেয়াররা মিলে আলোচনা করব কীভাবে আরও বেটার হতে পারি আমরা। যেন একই ভুল আবার না হয়।’

বিজ্ঞাপন

ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন আফগান পেসার নাভিন উল হক। লঙ্কানদের বিপক্ষে একজন পেসার কম ছিল কি না এমন প্রশ্নের জবাবে ট্রট বলেন, ‘সম্ভবত হ্যাঁ। নাভিনকে (নাভিন-উল-হক) মিস করেছি। সে ফিট থাকলে এখানে থাকত হয়ত। তখন ভিন্ন দল হত। তবে এসব ব্যাপার আমাদের ঠিক করতে হবে।’

আরও পড়ুন: আফগানিস্তানের সপ্ন ভঙ্গ, সুপার ফোরে বাংলাদেশ

প্রসঙ্গত, বৃহস্পতিবারের (১৮ সেপ্টেম্বর) ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা ১৭০ রানের টার্গেট দেওয়ার পর বাংলাদেশের সমীকরণটা ছিল এমন-হয় শ্রীলঙ্কাকে এই রান তাড়া করে জিততে হতো, নয়তো ১০১ রানের মধ্যে অলআউট হতে হতো। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছিল আফগানিস্তান। মাত্র ২২ বলে দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মোহাম্মদ নবি।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন কুশাল মেন্ডিস। ৫২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে যেন সব আলো কেড়ে নিলেন। সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করলেন। ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। এ নিয়ে গ্রুপপর্বে অপরাজিত থাকল দলটি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD