ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিন ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি দুই বিভাগেও কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি ঢাকাসহ বড় শহরে অস্থায়ী জলাবদ্ধতাও তৈরি হতে পারে।
এদিকে শনিবার রাত থেকেই রাজধানীতে হালকা বৃষ্টি শুরু হয়েছে। যদিও কোথাও উল্লেখযোগ্য পানি জমেনি, তবে ভোর থেকে বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে গেছে।
অফিস সময়ের ব্যস্ততায় রাজধানীর উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণি এলাকার প্রধান সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়, ফলে কর্মস্থলে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।