Logo

ঢাকায় ঝরল ৩২ মিলিমিটার বৃষ্টি, রাতে কমতে পারে তাপমাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১৯:১৭
16Shares
ঢাকায় ঝরল ৩২ মিলিমিটার বৃষ্টি, রাতে কমতে পারে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিতে স্বস্তি মিললেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় এক পূর্বাভাসে জানায়, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, ফলে রাতের শেষভাগে শীতলতা কিছুটা বাড়তে পারে।

বিজ্ঞাপন

অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল (রবিবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।

বিজ্ঞাপন

দিনভর গরমের পর বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও প্রচণ্ড গরম থেকে খানিকটা স্বস্তি পেয়েছে নগরবাসী।

তবে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে পরে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হয়ে উঠবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ঢাকায় ঝরল ৩২ মিলিমিটার বৃষ্টি, রাতে কমতে পারে তাপমাত্রা