যেদিন থেকে দেশে শুরু হতে পারে শীতের আমেজ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভোরের দিকে হালকা কুয়াশা পড়ছে, আর কোথাও কোথাও চলছে টানা বৃষ্টি। যদিও এখনো তেমন ঠান্ডা পড়েনি, তবে আবহাওয়ার এই পরিবর্তনই শীতের আগমনী বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে- আসলে কবে থেকে শুরু হবে শীতের প্রকোপ?
বিজ্ঞাপন
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সবকিছু অনুকূলে থাকলে আগামী ১০ নভেম্বরের পর থেকে দেশের উত্তরাঞ্চলে শীতের সূচনা হতে পারে। এরপর মাসের শেষ দিকে ধীরে ধীরে সারাদেশে শীতের অনুভূতি বাড়বে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলেও সংস্থাটি জানিয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে শীত শুরু হবে। পরে ধাপে ধাপে তা সারাদেশে ছড়িয়ে পড়বে। ঢাকায় ডিসেম্বরের প্রথমার্ধে শীত অনুভূত হতে পারে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও বেশি শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।








