নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। চলমান শৈত্যপ্রবাহের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলায়।
বিজ্ঞাপন
বুধবার (৭ জানুয়ারি) জেলার বদলগাছী উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বুধবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে। এ তাপমাত্রাকে মাঝারি শৈত্যপ্রবাহের আওতায় ধরা হচ্ছে।
বিজ্ঞাপন
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তা কমে ৬.৭ ডিগ্রিতে নেমে আসে। ফলে শীতের তীব্রতা হঠাৎ করেই অনেক বেড়ে গেছে।
উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। দিনের বড় একটি সময় সূর্যের দেখা মিলছে না। কুয়াশার কারণে সকালবেলা চারপাশে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
তীব্র শীত সবচেয়ে বেশি ভোগাচ্ছে খেটে খাওয়া মানুষদের। নওগাঁ শহরের বরুণকান্দি এলাকার রিকশাচালক দবিরুল ইসলাম বলেন, গত দুই দিন ধরে শীত অসহনীয় হয়ে উঠেছে। ঠান্ডার কারণে মানুষ কম বের হচ্ছে, ফলে আগের মতো যাত্রীও পাওয়া যাচ্ছে না। তবুও জীবিকার তাগিদে রিকশা চালাতে হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ হামিদুল হক জানান, ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন। আকাশে মেঘের আধিক্য ও বাতাস থাকার কারণে শীতের অনুভূতি আরও বেশি হচ্ছে।
বর্তমানে নওগাঁসহ উত্তরাঞ্চলের কিছু এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
শীতের এই পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।








