Logo

শৈত্যপ্রবাহ কতদিন চলবে জানাল আবহাওয়া অধিদপ্তর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১২:৩৬
শৈত্যপ্রবাহ কতদিন চলবে জানাল আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে সারাদেশের ১৯টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার থেকে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে।

শনিবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, আজ ও আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ার প্রবণতা থাকবে। তবে সোমবার থেকে তাপমাত্রা ফের কমতে শুরু করবে এবং এই শীতল অবস্থা আগামী ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তাপমাত্রা সামান্য বাড়লেও শৈত্যপ্রবাহ পুরোপুরি কেটে যাবে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬টি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাতেও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সব মিলিয়ে দেশের ১৯টি জেলা শীতের প্রভাবে রয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর আগের দিন শুক্রবার দেশের ২০টি জেলায় শৈত্যপ্রবাহ ছিল, আর বৃহস্পতিবার তা ছড়িয়ে পড়েছিল ২৪টি জেলায়। বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত শীতের এই দাপট অব্যাহত থাকতে পারে, ফলে শীতপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD