Logo

চুয়াডাঙ্গায় লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৪, ০১:০৩
41Shares
চুয়াডাঙ্গায় লাইনচ্যুত বগি উদ্ধার, খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

বগিগুলো সরিয়ে নেওয়ায় ১১ ঘণ্টা পর খুলনা

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হওয়ায় রাত ১ টার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। বগিগুলো সরিয়ে নেওয়ায় ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ১টার দিকে আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে একটি তেলবাহী ট্রেনের (এসকে টু ডাউন) আটটি বগি লাইনচ্যুত হয়। 

চুয়াডাঙ্গা রেলওয়ের সহকারী প্রকৌশলী চাদ আহমেদ বলেন, সকাল থেকে খুলনা ও পার্বতীপুর থেকে আসা দুটি দল উদ্ধার কাজ শুরু করে। বেলা ১১টার মধ্যে লাইন থেকে আটটি বগি অপসারণ করা হয়। পরে দুপুর ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান হিসেবে আছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন। তদন্তের পর জানা যাবে এ ঘটনায় চালকের কোনো গাফিলতি ছিল কি না। 

উদ্ধারকারী দলের প্রধান পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, সবগুলো বগি উদ্ধার হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এটি নিছক দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD