Logo

টঙ্গীতে পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৬
17Shares
টঙ্গীতে পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেককে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারখানা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাথি এলাকায় অবস্থিত কনসেপ্ট অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তারা কাজে যোগ দেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শ্বাসকষ্টে আক্রান্ত হতে থাকেন। অনেক শ্রমিক কারখানার ফ্লোরেই লুটিয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে শ্রমিকরা কারখানা থেকে বের হতে চাইলে দৌড়াদৌড়ির মধ্যে কয়েকজন পড়ে গিয়ে আহত হন।

পরে অসুস্থ ও আহত শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইকবাল চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে কোথাও গ্যাস লিকেজ বা তীব্র কোনো গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ঘটনার বিষয়টি পুলিশ জেনেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে শ্রমিকরা একসঙ্গে অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD