এবার গণঅধিকার পরিষদের নেতা হাফিজুলের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুরে চৌহালী নৌ-পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২২ ডিসেম্বর) জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মৃত ব্যক্তি হাফিজুল ইসলাম হাফিজ (৩১), তিনি এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, হাফিজসহ কয়েকজন লোকে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় বালির ব্যবসা করে আসছিলেন।
বিজ্ঞাপন
প্রাথমিক তথ্য অনুযায়ী, রবিবার রাতে হাফিজ ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানা গেলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: শাহজাদপুরে সরিষা মাঠে যেন সূর্যের হাঁসি
চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের কথায়, হাফিজুল ইসলাম এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতেন।








