Logo

বরের জুতা লুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে

profile picture
উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১
19Shares
বরের জুতা লুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ভেঙে গেল বিয়ে
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে কনে পক্ষের সাথে বর পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় ক্ষুব্ধ বর পক্ষ কনে পক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাট চালিয়ে বিয়ে না করে চলে যায়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ব্যপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে কনে পক্ষের লোকজন জানান, গুপিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গত শুক্রবার (১৯ নভেম্বর) বিয়ে করতে আসে। এ সময় বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ভাংচুর এবং লুটপাট চালিয়ে চলে যায়।

বিজ্ঞাপন

কনের স্বজনরা আরও জানান, বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেইন দিয়ে বরণ করা হয়। সেইসাথে প্রায় ২০০ মানুষের খাওয়ার জন্য পাঁচ মন দুধের দই, এক লাখ টাকা দামের গরু জবাই করে আয়োজন করা হলেও তুচ্ছ ঘটনায় বর পক্ষের লোকজন সংঘর্ষ বাধিয়ে ভাঙচুর চালায়। দাওয়াতে আসা স্বজনদের থেকে উপহার পাওয়া সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।

এদিকে এমন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়ে বন্ধ করে হামলা ভাঙচুর লুটপাটের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেটিজেনরা শাহজাদপুরকে ব্রাহ্মনবাড়িয়ার সাথে তুলনা করে কটাক্ষ করতেও ছাড়ছে না।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, ৯৯৯-এর ফোনের প্রেক্ষিতে শাহজাদপুর থানার একটি টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত অবস্থা নিয়ন্ত্রণে আনে। এখনো এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD