মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ৯টি এয়ারগান উদ্ধার

র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ৯টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
মৌলভীবাজারের র্যাব-৯ দলের বিশেষ অভিযান চালায় উপজেলা কমলগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা ৭নং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকায় একটি পরিত্যক্ত ভিটার পাশে ঝোপের মধ্যে পাটের বস্তা থেকে ৯টি এয়ারগান উদ্ধার করে র্যাব-৯।
রবিবার (২১ ডিসেম্বর) ঘটনাস্থলে পাটের বস্তার মধ্যে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ৯টি এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসমূহ জিডি মূলে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।








